আমি গল্প ভালোবাসি…

আমি গল্প ভালোবাসি…
এক ফোটা রঙ গল্প বানায় পানির সাথে মিশে
শুকনো পাতা গল্প লিখে নদীর জলে ভেসে
নিজের ডানায় ভাসতে থাকা দূর আকাসের চিল
গল্প বানায় স্থির পুকুরে উদাসী ছেলের ঢিল।

আমি গল্প ভালবাসি…
ছোট একটি ছবির ফ্রেমে বন্দী থাকে ইতিহাস
ছেঁড়া চিঠির একটি টুকরোই ভালবাসার উপন্যাস
চেনা কোন গানের সুর নিয়ে যায় দূর অতীতে
নজরুল এর এক লাইন এ তরুণ সোচ্চার হয় দাবিতে।

আমি গল্প ভালবাসি…
সহজ লভ্য ছোট কিছু হোক না তা অল্প
তার ভিতরেই হয়ত আছে নতুন কোন গল্প
তাল এর সাথে গা ভাসিয়ে হাতরে পাওয়া সুখ
লোক দেখানো হাসি হাসায়, ভরাতে পারে কি বুক?

আমি গল্প ভালবাসি…
লেন্সে তাকিয়ে থাকা ডাক লিপ্স সিঙ্গেল
আবেগ কে পুজি করা গদবাধা জিঙ্গেল
সব ই কেমন বোরিং লাগে, কিসের যেন অভাব
প্রাণের স্পন্দন চাই, গল্প খোজাই স্বভাব।


Leave a comment